অপরাজনীতির মহান
বিশ্ব রেকর্ডে
খলনায়িকা।।
লোক দেখানো
মহান সুফি
রাতজাগা
তাহাজ্জুদ পড়া
ভন্ড মহিলা পীর
হজ্ব উমরাহতে
বিশ্ব রেকর্ড।।
সুষ্ঠু নির্বাচনের কথা
লোকে বললে
সে লোক
তার মিএ নয়।
ধামিক বেশে
সৈরশাসক বার বার
বাংলাদেশের আকাশে
গনতন্ত্র নেই
নিবাচন নিবাসনে
হায়েনা, শিয়াল আর শকুনের
ভয়ংকর ধাবায় মোদের দেশ।
দেশের মানুষের
দিশেহারা অবস্থা
গনতন্ত্রকামীরা বার বার
প্রতিবাদ করলেই
জেল না ফাঁসি।
আর গজব শয়তান বেটিরে
ভন্ড মহিলা পীরকে
চায় না
গনতন্ত্র চাই
জনগনের ভোটের সরকার
বার বার চাই।।