শীত আসবে আসবে ভাব
অনেকে তাতেই কুপোকাত
নানা বাহারি পোশাকে
শীতের তরে আয়োজনে
নানা ভন্ড বেশে
নানা নামে ধনীর বাবু
দেশকে করছে কাবু
নিভু নিভু গনতন্ত্র জনতন্ত্র।

শীতে এবার
গনতন্ত্রের মুক্তির
ডাক নিয়ে
বার বার আসুক
সবার তরে কল্যাণ হউক।।