আনন্দ আজ কারাগারে
নিবিড় কারাগারে
আমাদের ভোটের অধিকার
সবাই বলে
ভোট মোদের জাদুঘরে
অটো পাসের এমপিরা
টাকা ঢালে
হাসিতে বগল বাজায়
অবাক চোখের খুশিতে।।

সরকারের নানা টোপে
পুলিশের চোখে
সেনাবাহিনীর চোখে
বিজিবির চোখে
আনসারের চোখে
টাকা আর টাকা
নাকে তেল
মস্তকিকে ক্ষমতার
নেশা আর পাওয়ার দেখে।।

এক মাঘে
শীত নাহি
যায় রে
জনগণ খেপলে
শাড়ি,কোট
ধূলায় লুটাবে
আমিন আমিন আমিন।।