এলোমেলো কিছু কথা
একটু শুনলে
মনে হয়
সবার ভালো হতো।।
কবিকে দমাতে
পারা যায় না কখনও
কবিতা, কবি কখনও
না টাকা,
না ক্ষমতা,
না সব কিছুর বিনিময়েও নয়।
যারা বিসজন দেয়
তারা পাপী
তারা সত্যিকারের
কখনও কবিই নয়।।
কবিতা বিনিময় নয়
দেশ যেমন
কবিতা তেমন
মানুষ আছে
কবিতা আছে
মওলার ভালোবাসায়
কবিতা চিরন্তন হয়ে যায়।।
একটু কষ্ট
মনে লাগেও কিন্তু
জীবন সুন্দর হয়ে ওঠে।।