আজ আছি
কাল নিরাশ
হতাশ হয় না
দাদা গেছে
আব্বা গেল
আম্মা যায় যায়
আমি কি চিরন্তন রব!!
এক সরকার আজীবন নয়!!!
সেতু, রেল, সড়ক
উন্নয়ন উন্নয়ন নয়
পেটে ভাত নাই
চাকরী নাই
বিদ্যুৎ নাই
শিক্ষা নাই
কোন স্বপন নাই
বস্তা পঁচা আদশ
তোরা বলদ
তোরা পানি খা।
সময়ের জগৎ সংসারের নিয়মে
সরকার বদলাবে
জাতির বিবেক জাগ্রত
সত্যি ইতিহাস
জোর করে পচার করতে
কখনও হয় না।।
কে কে বন্দী বন্দী নাটক
করাচীতে হালুয়া রুটি আর ক্ষমতা মোহে
কে কে হাজার বছরের
আর কে কে মীরজাফর
আয়না দিয়ে
কখনও দেখতে হয় না।।