কাঁঠাল বুবু
একটুতেই তুই কাবু
ইউরেনিয়াম কাকু
তথ্য চোর কাকু
মুখে এখন লাগাম ছাড়া কথা
ভাবিস না আজ তুই
সুষ্ঠু নির্বাচনের কথা
ভারত দাদা,রাশিয়া আব্বা
ও চীন দুলাভাই
তাদের আছে বদ কমা।।
কাঁঠাল বুবু
এমনিতেই কাবু
নানা রঙের
মহাহরিলুটের
টাকা পাচার
আজব গজব
উন্নয়ন চিন্তায়
নিবাচন আসলেই
মাথা নষ্ট
সাবেক প্রেমিকের চিন্তায়
দাদা বল
সামী বল
পেট আর মাথা কামরায়।