নানা জনের
বুক ফাটে
নানা কথার খয় ফোটে
হাহাকারে আর কান্নাতে
নানা বিব্রতকর পরিস্থিতি ।।
এসে পড়ল
আর কয়েকটি দিন বাকী
১৫ বছরের শাসনের পাহাড়
একটু একটু করে ভেঙ্গে পড়ছে
শোষণের বিব্রতকর পরিস্থিতিতে
নানা স্যাংশন
বেটা বেটির শোকে
দিন আর শাসন কপোকাত ।।
সত্যি বিব্রতকর পরিস্থিতি
কিন্তু অভিনয় আর মায়াকান্না
থামছে না
নানা পাপ
ডাকার চেষ্টা
নানা কীতনে
নানা কান্নার অভিনয়ে।।