গনতন্ত্রের বসন্তকাল
দরকার দরকার
বাংলাদেশের বেশি দরকার
দেশ আছে
গনতন্ত্র নেই
পতাকা আছে
কিন্তু ভারত
বাংলদেশের পতাকাকে
খামছে ধরেছে
২০ বছর ধরে।।
জি হুজুর জি হুজুর
পুতুল সরকার আজ
মোদের বাংলাদেশে
নিবাচন আজ কারাগারে
হাসি আর তামাশা মাএ।।