আমি অমর
হতে চায় না
মানুষ হতে চায়
স্বাভাবিক মানুষ
সবার প্রিয় হতে চায়।
আজ উল্টো দেখি
ভালো মানুষেরা বনবাসে
বা হয় জেলে
ক্ষমতায় ইবলিশ বাপবেটিরা
ভোট হোক
না হোক
সংবিধান রক্ষা
এই বলে বলে
বার বার ধোঁকা
বাংলাদেশের সাথে।।
জাতিসংঘের মহাসচিবের
অভিনন্দন পএ
শুরু হল
নানা রঙের সমালোচনা
দেউলিয়া খেলোয়াড়ের মত
দেউলিয়া সরকার
ভোটচোরের সরকার।।