তীব্র আনদোলন চলে
তীব্র গনজোয়ার চলে
পতন চাই
পতন চাই
একনায়কতন্ত্রের
গনতন্ত্রহীন সরকারের
বাংলাদেশের আকাশ বাতাস
চায় পতন আবার
রক্ত দিতে হবে
তবেই সরকার পতন হবে
সবই একই সূত্রে গাঁথা
মশার কামড়
কয়েল দরকার
বিদ্যুৎ নাই
হারিকেন চাই
চাকুরী নাই
মাস্তান হই
পুলিশ বাহিনী
চামচা বাহিনী
সেনাবাহিনী
টেন্ডার বাহিনী
গোয়েন্দা বাহিনী
গুম বাহিনী
সব যেন একই সূত্রে গাঁথা।।