বন্ধুগণ মনোযোগে শোন
রম্য মানবের কথা এখন
আজব দপ্তরে কাজ তার
কাজ যেমন তেমন
কথার পর কথা
নানা কাকার ভেলকিবাজির আলাপ।।
ঘনঘন খেলা সংবাদে
ফেসবুক আর রাজনৈতিক আলাপে
মনে হয় বিশ্ববিবেক
গরীবের দরবারে
রম্য কথন
নানা মিঠায় বিতরণে
অফিসে তাই করতালি
আনন্দে আনন্দে।
আজব কশা মিয়া
টয়লেট গেলে
সত্যি হুশ
থাকে না।।
মাঝে৷ মাঝে মুখে নাকে
বার বার আঙুলে
কফ পেলার প্রতিযোগিতায়
সাদা পানি, কালো পানি
ধোঁয়া পানি, ময়লা পানি
গলগলিয়ে পড়ে হায়
এতো কষ্ট!!!
সত্যি জীবন নষ্ট!!!
তার জন্য দোয়া চাই।
নাটক, মুভি আর খেলা বিনোদনে
তার দাবী আমৃত্যু চলবে
পাএী বাপেরা
একবার দেখে
আর খোঁজ রাখে না
মনে আজন্ম
বিবাহ তার হবে না।।
নিত্য দোয়া চাই
তার লাগি
এন্টিবায়োটিক চাই
সবসময় তার আমৃত্যু দাবী
আমিন আমিন আমিন।।