খুবই দেশে
যেতে ইচ্ছে করে
মন বার বার কাঁদে
আববু, আম্মুর কথা
বাচ্চা আর বউয়ের কথা
আরও আত্নীয়ের কথা।
অনেক টাকা কামায় করছি
দেশেও পাঠায়
কিন্তু মন ভেঙে যায়
যখন দেশের টাকা
জনগণের টাকা হরিলুট হয়
শাসকের নাকের ডগায়।।
নিবাচন কমিশন
আজ প্রহসনের কমিশন
সরকার দেখানো ফাঁদে
দেশের রাজনৈতিক দলগুলো
নিবাচনে নানা বিদেশি
দাদা, জামাই, দুলাভাইযের থাবা।।
৫০ বছরেও কি
নিবাচন জনগণের তরে
যোগ্য শাসক নিবাচনের তরে
আজও পুলিশ দিযে নিবাচন
জোর করে ক্ষমতায় আসা
জনগণের ভোট নিবাসনে।।