লোক দেখানো ডামি নিবাচন
পছন্দ আমার
জানি ভালো নিবাচনে
আমি জিতব না কখনও
মীরজাফর, জগৎ শেঠ
আমার ভীষণ পছন্দ
ক্ষমতা চিরস্থায়ীর জন্য
এদের তৈরি করি
তোমরা যতই
বল না,
আমি ক্ষমতা
ছড়াব না
স্যাংশন ভয় করি না
নিজ পকেট চিন্তা
নিজ দল চিন্তা
দেশ নিয়ে চিন্তা
সস্তা সেন্টিমেনট।
আফিমের নেশা
কেটে যায়,
কিন্তু ক্ষমতায় থাকার লোভ
চিরস্থায়ী, মৃত্যু অবধি।
আমি যা বলি
মিথ্যা ওয়াদার বুলি
কারনে অকারনে বিরুদ্ধীদের
জেলে পাঠাতে
বেশি পছন্দ করি
গনতন্ত্র নাম শুনলেই
আমার শাড়ি
ভিজে একাকার।।
আমি বাপবাদী
বাপ তসবী
বাপ জগৎময়
খয়ের খা
পছন্দ করি
সবসময় ধান্দা বাজী
সুযোগ পেলেই
ধম নিয়ে ব্যবসা করি।।
আমি সুবিধা খুঁজে বেড়ায়
আমেরিকা, রাশিয়া, চীন থেকে
ভারতকে আপন বন্ধু বানায়
নানার বাড়ি, মামার বাড়ি
মনে করে।।