এক অকুতোভয় মুক্তিযোদ্ধা
রক্ত দিয়ে রচিত
মোদের মুক্তিযুদ্ধ
সময়ের যোদ্ধা
সামনের সারির যোদ্ধা
কাকাতুয়া নয়
রক্ত দেয়া যোদ্ধা
মুক্তিযুদ্ধের হে বীর সেনানী
লও লও লও সালাম,
অকুতোভয়ী হে বীর যোদ্ধা
লও লও লও সালাম।
স্বাধীন এই দেশের প্রতিটা সময়ে
বিনম্র শ্রদ্ধায় তোমারই স্মরণে,
ভালোবাসার এই পুষ্পাঞ্জলি
স্পন্দিত হৃদয়ে রাখতে চাই তোমারই চরণে।
তুমিই বিজয়ী বীর, তুমিই সেই স্বপ্নদ্রষ্টা
জীবন বাজি রেখে অসম এক যুদ্ধে
হানাদার বধের এক মহাকাব্য তুমি লিখেছ
অনবদ্য সাহস আর বীর বিক্রমে।
সত্যি, তুমিই সফল রাষ্ট্র নায়ক
চির কোমল হৃদয় আর সুকঠিন হাতে ,
ভিত্তি গড়েছ এই বাংলা মায়ের
চরম দুঃসহ ভয়াবহ এক ক্রান্তি লগ্নে।
হে অধিনায়ক, হে বিজয়ী বীর
এক জ্বালাময়ী মুক্তির আহবানে
৭ কোটি বাংলাদেশিকে দিয়েছ
অসম সাহস আর স্বাধীনতার স্বপ্ন!
হে বীর উত্তম,
তোমার সেই ডাকে সাড়া দিয়ে
যুগের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধারা ছিনিয়ে এনেছিল
বাংলা মানুষের চিরকাম্য মুক্তি!
জানি ইতিহাস আজ পুতুলখেলা
নায়করা খলনায়ক
খলনায়করা মহানায়ক হয়ে ওঠে
হে দেশপ্রেমের বিমূর্ত প্রতিক,
দেশের আপামর মানুষকে তুমি দেখিয়েছ
স্বপ্ন আর বেঁচে থাকার অদম্য চেতনা,
নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবার বুক ভরা সাহস,
তাইতো তোমার মরণে লাখ লাখ বাংলাদেশি
কেঁদে হলো শোকাহত আর মুহ্যমান!
তোমাকে সালাম সবসময়
তোমার হৃদয়ে প্রোথিত থাকতো শুধুই দেশপ্রম
অন্তরে ছিল স্নিগ্ধ কোমল প্রাণ,
কাস্তে-কোদাল হাতে করেছো কাজ,
গেঞ্জি গায়ে সেজেছো শ্রমিকের সাজ
আর কেহ তা পারে নাই, পারবেও না।
হে বাংলাদেশের অকুন্ঠ প্রেমিক
তুমিই পরাধীনতার শিকল ভেঙ্গে
এই দেশে গনতন্ত্রের সফল প্রতিষ্ঠাতা।
চরম অরাজকতা আর নিঃসীম নৈরাজ্যের মাঝেও
তুমিই এনেছিলে একদন্ড স্বস্তির নিঃশ্বাস
আজও বাংলার আকাশে বাতাসে যা খুঁজে ফিরি!
রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে এনে দিয়েছিলে
বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার এই স্বাধীনতা,
হৃদয়ে অফুরান ভালোবাসা আর বুকে নিয়ে মমতা,
শিহরিত হৃদয়ে আমি বার বার বলি
হে বীর মুক্তিযোদ্ধা, হে বাংলাদেশের অকুতোভয়ী সৈনিক
লও সালাম, লও এই শ্রদ্ধাঞ্জলি।
বাংলাদেশের বুকে বাকশালী শাষনতন্ত্র বিলোপ করে
আবার ফিরে এলো প্রতিক্ষিত বহুদলীয় গনতণ্ত্র
তোমার দেশপ্রেমিক দুহাত ধরেই!
দেশের অর্থনীতি সচল হলো তোমারই যাদুর স্পর্শে!
তোমার সততা, দেশপ্রেম আর অবদানের কথা
লিখতে বসলে হয়ে যায় এক অনুপম মহাকাব্য!
চিরকালের ঋণী করে
মোদের হৃদয়ে
দেশরত্ন তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
আজও তাই স্মরি তোমাকে দিয়ে চিত্ত মম প্রাণ,
কীর্তি তোমার থাকবে অমলিন হে সাহসী সন্তান,
যতদিন রবে বাংলায় পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
ততদিন তোমার কৃতিত্ব রবে এই বাংলায় চির অম্লান
আল্লাহ তোমায় কবুল করুক
আমিন আমিন।।