টেলিভিশনে যা প্রচার
করা হয়
তা কখনও কখনও
বিশ্বাস কর না।
কখনও কখনও সরকারের দালাল
কখনও কখনও সহযোগী
হিসেবে কাজ করে।।
চারিদিকে অবরোধ
লাগাতার হরতাল
টেলিভিশন বা নানা চ্যানেল
বলছে সব রাস্তা কিলিয়ার।।
দালাল মিডিয়া প্রচারে
উন্নয়ন উন্নয়নে
চাঁদে মাটি কিনবে
বাংলাদেশের মানুষ
সত্যি হল
বাংলার মানুষেরা
না খেয়ে মরে
রাস্তায় রাস্তায় হাহাকার।
নানা কাকার ভেলকিবাজি
নানা মহিলা ভন্ড পীরের
রাতজাগা তাহাজ্জুদ নামাজ পড়া
নিজেদের সহি প্রমাণের চেষ্টা
দেশ ধ্বংস করে
নিজেদের আখের গুছিয়ে।।