ভোরবেলায় পুলিশ দেখি
মসজিদের পাশেই
তারা নিরন্তর প্রহরী
মনে হয়
আসলে দেখি
পেটুয়া বাহিনী ।।
আকাশে হ্যালিকাপটার দেখি
ঘন ঘন পাক দেয়
বাংলাদেশেটা মনে হয়
আজ পুলিশি রাষ্ট্র।।
সেনাবাহিনী
পুলিশবাহিনী
মনে হয়
স্যাংশন পাওয়া বাহিনী।।
এমপি, মনএী
সব স্যাংশন ভয়ে
লুঙ্গী, পায়জামা
গায়ে থাকে না।।
হায়রে টাকা পাচার
বন্ধ হল
চিরকালের জন্য
নিবাচন, নিবাচন
সুষ্ঠু ও নিরপেক্ষ হলে
বাপ দাদার দেশেও
জায়গা হবে না।