উপরে উপরে কারোও
বাঘের গজন
কমীরা বনভোজনে
লাখ লাখ চেয়ার ফাঁকা
ভিতরে অন্ধকার
ম্যাও ম্যাও ম্যাও শব্দে।
গনতন্ত্র কি
বিদায় নেবে
মোদের বাংলাদেশে
পুলিশের ডানডা
দেয় শুধু আনডা
ইউরেনিয়াম কাকার
নানা নাটকে
নানা স্যাংশন ভয়ে ভয়ে !!!!
ক্ষমতার এতো
সব অহংকার
চূর্ণ হবে
গদি ছাড়লেই
তখন এতো বাপ দাদা
সব অধ্যাও!!!!