সত্যি, বাংলাদেশ
আজ মৃত্যুপুরী
মনে হয
গনতন্ত্রকামীরা জেলে
মানবাধিকার সংগঠনও জেলে
বাংলাদেশের কান্না
দেখার কেউ নাই ।।
দেশের নাম
বাপের নামে
হওয়া উচিত ছিল
বাপই জীবন
মনে হয়
বাপ কান্না
বাপের জন্য
সব হল
কবরস্থান শ্মশানঘাটের নাম
শুধু বাকী
ছলনা আর মায়াকান্না
ভুয়া রাজনৈতিক দশন।।
হরতাল ডেকেছে
জেলখানার গেট খুলেছে
পুলিশের ব্যাংক হিসাবে
টাকা রাখার জায়গা নাই
সুইস ব্যাংকেও জায়গা নাই
সরকারের নেতা আর পুলিশ
টাকার মেশিন
ভুয়া রাজনৈতিক দশন।।