কেন আজও দূরে
বার বার তাকিয়ে থাকি
সমস্যার সমাধান
নিজেরা কেন না করি।
ভারত,রাশিয়া, চীন,আমেরিকা
আমাদের বানিজ্যিক বন্ধু
নট অন্তরের বন্ধু
নট জীবনের বন্ধু
নট সারাজীবনের বন্ধু
বন্ধু আর শত্রু
কখনও এক নয়
প্রতিবেশী শুধু প্রতিবেশী
নট অন্তরের লোক
নট সারাজীবনের বন্ধু।