ইবলিশ রাষ্ট্রনায়িকা
নিজেকে মনে করে
এমন ভাব ধরে
মনে হয়
আইনস্টাইন, নিউটন
গ্যালিলিও,কপারনিকাস
সব আজ বাংলাদেশ।।
এতো মেধাবী শিক্ষার্থীরা
ডেডি অফ নেশন ছাড়া
কারো নাম
মুখে মুখে নাকে
নেওয়া পাপ
মনে হয়।
এ প্লাস, গোল্ডেন জিপিএ
রেজাল্টে বিশ্ব রেকর্ড বাংলাদেশে
কেউ কেউ
পদার্থ, রসায়ন, গণিত, দশনের
সূত্র জানে না
নামও জানে না।
কপাল খারাপ
পাগল ছাগলের রাষ্ট্রপতি
মানবতা শেখাতে চায়
বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রকে
তোদের নেএী
ইবলিশকে মানবতা শেখা
আললাহ বাংলাদেশকে
জালিম থেকে রক্ষা কর
আমিন আমিন আমিন ।।