গনতান্ত্রিক দলের
নেতা কমীর সাথে
চোর পুলিশ খেলা দেখি।।
খেলার মাঠ দখলের
রাজনৈতিক দেখি
গনতন্ত্রের জন্য।
রক্ত বন্ধে
বিরোধী দলের
মানবতা দেখি
অপরদিকে ভারত/রাশিয়া/চীনের দালাল
সরকারের দালাল শান্তিবাহিনী
মনে হয়
অনেকটা পাকিস্তানের পিস কমিটি
মুদ্রার এপিট ওপিঠ
তাঁদেরও ছাড়িয়ে যাবে।।
স্যাংশন শহীদরা
ধ্বংস হউক!!
বাপ দাদার আদশ বিক্রেতারা
ধ্বংস হউক!!
জনগণের অধিকার প্রতিষ্ঠা হউক
গনতন্ত্র মুক্তি পাক
আমিন আমিন আমিন।।