বাংলাদেশের মাটিতে আজ
বাতাসে মীরজাফরের রক্তের গন্ধ
নিংশ্বাস নিতে পারি না
এতো রাজনৈতিক দলের মারামারি
মাঠ দখলের রাজনৈতি।।
কবে মুক্তি পাব
নানা কাকার হাহাকার
কাসু কাকা
ইউরেনিয়াম কাকার
গজব দশন থেকে।।
নাটক সিনেমা
কম দেখি
ইউরেনিয়াম কাকার!!
অভিনয় দেখি
নানা কাকার হাহাকার!!
আজব কাকার হাহাকার!!
দাদারা আর বাঁচাবে না।।