হিম ঠান্ডা
মানবরা নিরুপায়
গরম পোশাক দরকার
সরকার হামছাম
দুই একজনকে
গরম পোশাক দিয়ে
হামতাম নানা যুক্তি দেখিয়ে।।

বাংলাদেশের শীত অবস্থা
গনতন্ত্রহীন শাসন ব্যবসথার মত
দেশের সবজায়গায়
হাহাকার আর রক্তপাত চারিদিকে
ভুয়া ভোটের সরকারে।।

৫বারের, ৪ বারের, ৬ বারের এমপি
কি লাভ,কি লাভ
ভুয়া ভোটে এমপি হয়ে
অভিশাপ অভিশাপ অভিশাপ
সবসময় বাংলাদেশের সবখানে
বিশ্ব তোলপাড়
নতুন নিবাচনের আহবান
কেয়ার টেকার সরকার
বার বার দরকার।।