আজ রাতে আমি মরতে পারি
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
১)
আজ রাতে আমি মরতে পারি
ঈমান নিয়ে মরতে পারি
আত্মহত্যা নয়
নহে ভয়।
মওলার ডাক আসলে
সারা না দিয়ে কী পারি!!!
রেখে গেলাম কিছু কথামালা
‘অজস্র নক্ষত্র সমন্বিত এ রাত-
এই নীলাভ তারাগুলো
বহুদূরে কাঁপছিল মিটমিট করে!
রাতের বাতাসটা
পাক দিচ্ছে আকাশে
গাইছে গান মহান আললাহর
২)
আজ রাত্রে আমি মরতে পারি,
বিষণ্ণতম মন নয়
শান্তি কামনায় জগৎময়
আমি ভালবাসি
আমার একমাত্র মহান মালিককে
সেও আমাকে ভালোবাসে
অগুনতি নক্ষত্রের
এরকম এক রাতে,
নামাজ ও জিকির
কুরআন তেলওয়াতে
বেঁধেছি বাধনে তাকে
অগণন চুম্বনস্পর্শ দিয়েছি তাকে,
তার সীমানাহীন আকাশের নীচে।
৩)
মোর মওলা আমায় ভালবাসে
আমিও কখনো কখনো
মোর মওলার রহমতের
চাউনি’র প্রেমে
কে না পরে থাকতে পারে ?
আজ রাতেই আমি মরতে পারি
চাই না আর বিষাদের
সব পঙক্তিগুলো
ভাবলেই,
সে পাশে নেই আর মনে পড়ে,
হারিয়ে ফেলেছি তাকে।
৪)
দীর্ঘ এ রাতের নিস্তব্ধতা
মোর মওলার রহমত ছাড়া প্রগাঢ় মনে হয়।
অগণিত নেয়ামত ঝরে পড়ে মোর হৃদয়ে,
যেমন শিশির ঝরে ঘাসের জমিনে।
তবু কি এসে যায় তাতে,
যখন আমার ভালবাসা পারেনা
রাখতে তাকে
বিচলিত হয় না কারন
অগুনতি নক্ষত্রের এই রাত
অগণিত নেয়ামত আমার পাশে।
৫)
এইত শেষকথা নয়
দোয়া সবসময়
দূর থেকে ভেসে আসছে আযানের আওয়াজ।
বহুদূর থেকে
আমার হৃদয়
ভুলতে পারে না, সেই মধুর কলতান।
এ চোখদুটো খোঁজে শুধু মওলাকে,
যেন কাছে পেতে চায়
আর এ হৃদয় তার আশা করে,
যদিও সে আছে সবসময় কাছেপিঠে।
৬)
সেই দীর্ঘ রাত,
আর শাদা হতে থাকা একই গাছগুলো
তখন ছিলাম দুজনে দুজনার,
আজ আছি আপনার আপন
আর ভালবাসি তাকে, এ সত্য;
তবুও ভালবেসেছি কি গভীর আবেগে।
আমার কণ্ঠস্বর
এখন বাতাস
সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বলে
খুঁজে মরছে
মহান আললাহর দরবারে
চুমু লিখে দিতে।
যেমন ছিল আমাদের চুম্বনের আগে।
কোমল আওয়াজ
আমি আর ভালবাসি আজও তাকে,
এ দিব্য সত্য,
তবুও ভালবাসে মোরে।
প্রেম কত ক্ষুদ্র,
সংক্ষিপ্ত কিন্তু বিস্মৃতি দীর্ঘ, প্রগাঢ়।
৭)
হয়ত এ কারণেই যে,
এরকম এক দীর্ঘ রাতে,
তাকে বেধেছি বাঁধনে
শুধু আফসোস নয় হৃদয়ে,
তাকে পেয়েছি আপন বলে বারে বারে ।
হয়ত এই শেষ বেদনার ঝাঁপি
যা আমায় দিল তার প্রেম
আর শেষ কাব্যগাঁথা এই,
আমি মরতে পারি।।
রেখে গেলাম কি স্মৃতি
কালেমা বলতে বলতে
নবীর নাম জপতে জপতে
শান্তিতে মরতে চাই
আমিন আমিন।।