এই তো সেই ঘর (কবর)
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
১)
এই তো সেই ঘর,
সেই সমুদ্র নয়
সেই উড্ডীন
পতাকার মত নয়
দীঘল দেয়াল ধরে
জীবনভর হেঁটেও
খুঁজে পাইনি মোরা
আসল সিংহ-দুয়ার।
শুনতে পাইনি আমাদের
না-থাকার শূন্যতাকে
এযেন এক মৃতের আবাসস্থল
সবার শেষ ঠিকানা।।
২)
অবশেষে সময় হলে
বাড়িটি তার
নৈঃশব্দের পাল্লা খুলে দেয়,
আমরা ভেতরে আসি,
এলোমেলো পরিত্যক্ত
সামগ্রীর মত অনেকটা
সৎ কাজ,সৎ চিন্তা, সৎ জীবন
নাই চিন্তা
সমাধানে আল্লাহ।।
৩)
কাফনবাধা শরীব,
মেঝেতে মৃত শরীর,
দোয়া ও দুরুদ
শূন্যময় প্রস্থানের
বিদায়ী চিহ্ন,
নলীতে ব্যর্থ পানি
কান্না জমে থাকে
আত্নীয় স্বজনের।
৪)
বাড়িটা আহ্বান
করেছে দিন-রাত,
বেকুব মানবরা
শুনতেও চায় না
মানতেও চায় না।।
৫)
আমরা এসেছি
জেনেছি, ফিরে যাব
মাওলার কাছে
যেকোন সময়ে।
এটাই আমাদের আসল বাড়ি
চিরস্থায়ীত্বের কথা জেনেও
কী ভাবে হাসতে পারি!
কিভাবে অন্যায় করতে পারি!
কী ভাবে নব নব সাজে
নিজেদের বিকশিত করতে পারি!