(১)
আমরা প্রচুর মানুষ দেখি
নানা ভঙ্গিতে আবার মরি
নাড়া কদম তলায় যায়
বেলে মাথা ফাটিয়ে আবার
এগুলোর কারন নানাবিধ ধরন
তবুওসমাজ চলে নানা শোষণ।
(২)
পরিবার আজ মোবাইল কারখানা
টাইম পাসের নানা বাহানা
আত্মীয়তা, মানবতা, ভালোবাসা
নানাবন্ধনে যাচ্ছে না মানা
টিভিতে দেশী-বিদেশী অপসিরিয়াল
পুরোদেশের সবখানে অশান্তি বিরাজ
সমাজ ধ্বংস হয় যখন
সব জায়গায় অবখয় তখন।।
(৩)
খাবার বাড়িতে হচ্ছে না
তাই হোটেলে বারবার হানা
কাপড় ছোট ছোট দিনদিন
লজ্জা ওঠে গেল-এলো কুদিন
আটার-তৈরি খাবার জমে উঠেছে
খেজুর, পানি, মধু কমিয়ে
শক্তি যাচ্ছে কমে দিনদিন
বেড়ে-যাচ্ছে ডাক্তারের ভিজিট প্রতিদিন।।
(৪)
সুন্দরী হচ্ছে অসুন্দরী অনেক
কারনে নানাপদের প্রসাধনী ব্যবহার
প্লাস্টিক পণের বিপুল ব্যবহার
নব নব রোগের ছয়লাব
শিক্ষক আজ চোর-গুনডা-মাসতান
ছাত্ররা হচ্ছে একধাপ বেশি আবার
ব্যবসায়িকরা এমপি - মনএী - শাসক
ধনী আরও ধনী হয়
গরীবরা চিরকাল যায় শশান।।