চারপাশে হইচই
নিবাচন কমিশন গেল কই!!
তোরা পদত্যাগ কর
আবার বলছি
তোরা পদত্যাগ কর।।
শয়তান কেবলই
ভন্ড মহিলা পীর নামে
তাহাজ্জুদ নেএীর নামে
কথায় ও কাজে আজও
শয়তান কেবলই দৃশ্যই।।
লু হাওয়া ও
হাস ভাইয়ের কেরামতে।
স্যাংশন ভয়ে
ভোটবিহীন সরকার কুঁকড়ায়
গদি ছাড়ার
ভয়ে ভয়ে কুঁকড়ায়
দুদিনের মাথায়
কেয়ারটেকার সরকার
মনে হয় সব সমাধান
আবার বলছি গদি ছাড়
তোরা পদত্যাগ কর ।।