এক দীর্ঘক্ষণের আষাঢ়ের গল্পের শেষে
কোন এক পড়ন্ত বিকেলে
ভেজা মাটির গন্ধকে উপেক্ষা করে
তীব্রভাবে জড়িয়ে ধরে হাতে ধরা গোলাপের সুবাস
মোহগ্রস্ত বেদুঈনের মত
আঁটকে পড়ি মায়াজালের প্ল্যাটফর্মে
তারপর,
স্রেফ ইন্তেজার সেই ট্রেনের
যা ক্ষণে ক্ষণে জাগিয়ে তোলে ' চাতক পাখি ' মন