গুল-ই-রানা;
আব্রুর চাদরে ঢেকে নাও তোমায় ও তোমার দুটি চোখ

আমি চাইনা -
নেশায় বুঁদ কোন ভবঘুরে পথিক এসে তুলে নিয়ে যাক;
একটি গোলাপও
আর - বাঞ্জার হয়ে পড়ে থাকুক গুলিস্তাঁ!

আমি চাইনা -
তোমার ঐ দু'চোখে যে অমোঘ প্রশান্তির সমুদ্র আছে
তাতে নোঙর করুক কোন অযাচিত জাহিল নাবিক
আর - গড়ে তুলুক কোন গেয়্যার্ কানুনি আধিপত্য!