Inspired from " saab kuch yaad rakha jayega " & " tum ho feraun to musa bhi jarur aayega "

(বি.দ্র: মাঝে মধ্যে বঙ্গানুবাদও মনে হতে পারে)

(স্টুডেন্ট মুভমেন্ট ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় লেখা।)

১.

কীভাবে অন্ধকারে ঘাপটি মেরে থাকা পিশাচের দল
ঝাঁপিয়ে পড়েছিল আমাদের নিরস্ত্র ভাই-বোনেদের উপর
তাদের প্রতিবাদের স্বর ও আর্তনাদে-
বিস্ফোরিত হয়েছিল বাতাসের প্রতিটি কণা
আমরা মনে রাখব

ন্যায্য দাবির পক্ষে গর্জে উঠা কন্ঠগুলোর বিপরীতে;
কীভাবে দাঁড় করানো হয়েছিল-
অজস্র বুলেট-টিয়ারশেল-কাঁদানে গ্যাস সহ দেশীয় অস্ত্র
আর- বিনা দ্বিধায় লেলিয়ে দেয়া হয়েছিল
কিছু বিকারগ্রস্ত ও বিবেক বিক্রি করা নরকের কিটেদের
যারা দেশময় দানবের মত চালিয়েছিল তান্ডব
নরপিশাচের মত গিলে খেয়েছিল রক্ত
আমরা মনে রাখব

কীভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে
আস্ত একটা দেশকে গোটা দুনিয়ার থেকে আড়াল করে
গোটা একটা জনপদকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে
অনেকটা সাইকোর মত চালানো গুম-খুন ও ধ্বংসলীলা
যার পুরোটা দায়ই চাপানো হয়েছিল আমাদের উপর
আমরা মনে রাখব

প্রকাশ্য দিবালোকে
আকাশে হেলিকাপ্টার উড়িয়ে
অনেকটা যুদ্ধক্ষেত্রে শত্রু নিধন কৌশল অবলম্বন করে
নির্বিচারে চালানো বুলেট
যার সাক্ষ্য প্রমাণ রয়ে গিয়েছে
বাসাবাড়ির দেয়াল,বারান্দা,ছাদ ও
তাতে খেলে বেড়ানো ছোট্ট ছোট্ট অবুজ শিশুদের শরীরে
যারা আজ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কবরে
আর সেসব বাবা-মায়েদের মন ও মস্তিষ্কে
যারা আজ জীবন থাকতেও মৃত
আমরা মনে রাখব