ঘুরে এলাম ওই পাহাড়ে,
ভেজা গন্ধ মেখে গায়ে।
ফুল ফুটেছে গাছে,ঘাসে
একা নদী বইছে বাঁয়ে।
ডানে সারি ওক, পাইন-
লুকোচুরি খেলছে রবি।
নীল আকাশে মেঘও ভাসে
ঠিক যেন এক নতুন ছবি!
আঁকাবাঁকা পথে পথে
এক মুক্ত বাতাস হাসে-
এলিয়ে পড়ে গায়ে খুব
ভরা শ্রাবণের এই মাসে।
হঠাৎ করে বৃষ্টি নামে-
ঝোড়ো হাওয়া খুব।
ঝাপসা হলে চারিদিক-
সব থেমে যায় - চুপ।
চুপ করেই কি জয়ীও আছে?
শিরায় শিরায় অনুভব -
ঘুমিয়ে এই পাহাড়ের কোলে,
একা-একলা-চির নীরব।