পাহাড়ে বেড়াতে গিয়ে দেখি
এক রঙিন ফুল তার গায়।
তুলেছি খোঁপায় গুঁজে দেব
কিন্তু সে মেয়ে কোথায়?
যে মেয়ে গল্প শোনে খুব
যে এক পাহাড় ভালোবাসে।
ফুল হাতে ঠায় দাঁড়িয়ে একা,
সে নেই আমার আশেপাশে।
দূরে এক ছোট ঝর্ণা ছোটে
লাফিয়ে সেখানে যাই ছুটি
তার আড়ালেই লুকিয়ে কি?
খাচ্ছে হেসেই লুটোপুটি?
দূরে কোথাও ঘন্টা বাজে,
আমার সময় কথা বলে।
মনে পড়ে, জয়ী আর নেই,
গেছে অনেক দূরে চলে।