সব আলো নিভে গেছে ঘরে,
নিভে যায়নি মনেরই কোণে।
খুঁজে ফিরি আজ আবার,
নিঃশব্দে, হারানো প্রিয়জনে।
সে তো গ্রাম্য সরল সাধারণ
চিনবেই না হয়তো কেউ!
রুপোলী রাত সে তো নয়-
না সমুদ্রের উচ্ছ্বসিত ঢেউ।
আলোতে দেখিনা তাকে,
রাত বৃথাই অপেক্ষার।
খুঁজি, তবু খুঁজি, হাতরাই
ঘড়ির কাঁটার মতো - চক্রাকার।
সে তো ফিরবে না জানি,
তবুও খুঁজব একদিন আবার।
খুঁজে পাব, ঠিক পাব সেদিন
গভীর নিঃস্তব্ধ গাঢ় অন্ধকার।