এঁকেছি আবার তাকেই
না কাগজ, না কালি -
খুশিতে মনের ক্যানভাসে,
নিজেই দিয়েছি হাততালি।
শব্দে ছন্দে গেয়েছি গান
হারিয়ে গেছি আনমনে,
দেখেছি তার কিশোরী মন
হরিণী-চপলা, চনমনে।
ভালোবাসায় বিশ্ব জয়!
মরুতেই বুনেছি ফুল -
ঘুম ভাঙে, ছেঁড়া ক্যানভাস
হায়, স্বপ্নেতে মশগুল।
নেই- সে দূর আকাশের তারা
তবুও আঁকে, ছুঁয়ে দেয় এ মন।
কারণ সে আমার খুব কাছের
সে তো ছিল আমার প্রিয়জন।