ঘরে উঁকি দেয় একফালি চাঁদ
গভীর রাতের নিস্তব্ধ বাতাসে,
মিটিমিটি আলোয় ভরা আকাশ
চেনা অচেনা গল্প নিয়ে আসে।
জয়ী আর আসে না গল্পে,
দাঁড়িয়ে থাকে স্তব্ধ গভীর রাত।
ক্লান্ত চোখে নেমে আসে ঘুম,
ঘরে উঁকি দেয় একফালি চাঁদ।
ঘুমে স্বপ্ন, স্বপ্নে জয়ী আসে-
পরিচিত, সহজ, শান্ত এক মুখ।
চেয়ে দেখি মুখোমুখি দু'জনে,
মুহূর্তে পাই যেন বসন্তের সুখ।
হঠাৎ মনে হয় স্বপ্নের ঘুমে,
ফিরে কি চলে যায় যারা?
ঘুম ভাঙে, চুপচাপ চেয়ে দেখি
আকাশে সহস্র মিটিমিটি তারা।