দিন মাস আসে যায়
দেখিনা জয়ীকে  কোথাও আর-
কোথায় আছে,  আছে কেমন-
জানতে চাই- দেখতে চাই আবার।

জয়ী ছিল সাতরঙা রামধনু,
হাসি তার নরম দক্ষিণা বাতাস-
সাদা মেঘ মিশে ছিল তার গায়ে
মন তার শান্তির চির অবকাশ।

সে ছিল একা- খুবই একলা
ভালোবাসত গাছ জল মাটি-
রবির গানে হারিয়ে যেত সে
মেয়ে আজ সোনার পাথর বাটি।

ছবি আঁকতো একলা বসে মাঠে-
হারিয়ে যেত নীল আকাশে খুব।
ভালোবাসত সে শিশিরভেজা ঘাস
সে দেখেছে এ বাংলা- অপরুপ।

আজ জয়ী আর নেই-
মনে পড়ে একলা অবকাশে
জানিনা সে কোথায় গেল -
জল, মাটি না বাতাসে?