সদ্য প্রস্ফুটিত গোলাপের সদৃশ্য এক তরুণী
চোখ মেলে তাকালেই মনে হয়
এই বুঝি ঊর্জস্বল পুষ্প মেলেছে তার পাপড়ি!
ভীষণ আনমনা সে,
ভিতরে তাঁর মঞ্জুলী মানসলোকের আশ্রয়
তবুও বড় অদ্ভুত সে মেয়ে
অদ্ভুত ভাবেই তাঁকে বুঝে নিতে হয়।
নাহ সে কঠিন কেউ নয়
শুধু ভ্রমরার গুঞ্জনে সে বিলীন করে নিজেকে
তারপর সে ফিরে আসে এক গহীন দীর্ঘশ্বাসে
তাই সে আজ একলা এক নারী।
আমি প্রেমে পড়ে যাই তাঁর
ভীষণ ইচ্ছে করে অনুষঙ্গতার স্পর্শ দিয়ে
স্নেহাশিস হাত বাড়িয়ে বলি ভালোবাসি,
তোকে ভীষণ ভালোবাসি!!
উৎসর্গ : লবণ