তোমাকে নিয়ে লিখতে গেলেই
নয়ন জুড়ে নামে বারি বর্ষণ
হৃদয় ফেটে চৌচির হারানো হা-হাকারের ক্রন্দন,
হে মহান নেতা
বলো আর কি হবে কখনো বাংলার বুকে তোমার শূণ্যতা পূরণ?

এখনো যেন বাতাসে ভেসে আসে
তোমার সাহসী সেই গর্জন
"জাগো বাঙ্গালী,জেগে উঠো দামাল ছেলেরা
জেগে উঠো হে বীর বিক্রম"।

তুমি নেই, যেন তবুও আজো মৃত্তিকায় লেগে আছে
তোমার শরীরের তাজা গন্ধ
হে নেতা যদি আবার আসতে তুমি এই বাংলায় ফিরে
আটারো কোটি মানুষের বক্ষে বাড়তো সাহস
ভীতুরাও হতো সাহসীপূর্ণ।

হে নেতা তুমি বেঁচে আছো আজো
প্রতিটা কলমের খালিতে
প্রতিটা গল্পে,কবিতা আর গানে
প্রতিটা বাঙ্গালীর প্রতিটা হৃদয়স্পন্দন,
তোমার মরণ হবেনা'ক কখনো
যদিও হয়েছে শুধু দেহের মরণ ।।

                                  উৎসর্গ  
                            সর্বকালের শ্রেষ্ঠ নেতা  
                             শেখ মুজিবুর রহমান  

            (মুজিব জন্মশতবার্ষিকী)