মনের কার্নিশে ভিড় করছিল এক ফসলা রোদ্দুর
ভিষণ ইচ্ছে ছিল একটা নীড় বানাবো রোদ্দুরের
কি অদ্ভুত বোকা এই আমি
মেনে নিতেই পারিনি রোদ কখনো ছুঁয়া যায়না!
নিজেরই বা আর দোষ কি?
যার হাজারো নির্ঘুম রাত কাটে নিকষ কালো স্তব্ধতায়,
দিন কাটে একই নিয়মে কষ্টের তক্তপোশে
তার কি আর রোদ্দুর প্রতীতি জানা থাকে?
তবুও রোদ্দুর ছুঁয়ার পিপাসায় বাড়ে ব্যাকুলতা!!
বহু বছর আগে আমার দ্বিধা'র উত্তর খুঁজতে গিয়ে
অন্তরিক্ষের নীলে যে স্বপ্ন মিশিয়ে এসেছিলাম
মেঘের গর্জনে বৃষ্টির ফোটা হয়ে ঝরছে তা
নয়ন বরিষায়!
এই জল কখনো কি দেখবে কেউ?
যার চারিপাশে অন্ধকারের বিচরণ
তার স্পর্শ নিতে আসবে কি কোনো আগন্তুক?
হয়তো না, কেউ আসবে না!
তবুও কারো স্পর্শ পাওয়ার বাড়ে আকুলতা ।।