অবশেষে স্বাধীনতা তুমি এলে
মায়ের চিৎকার,বোনের আর্তনাদে
কালো একাত্তরের নাম না জানা কত শহীদের রক্তের বিনিময়ে
স্বাধীনতা তুমি এলে।
অবশেষে স্বাধীনতা তুমি এলে
পিতার লাশের উপর শিশুর কান্নার আওয়াজ শুনে!
কত কত গ্রামে আগুনে পুড়া তান্ডব দহনে
স্বাধীনতা তুমি এলে।
অবশেষে স্বাধীনতা তুমি এলে
দরিদ্র হামিদুর রহমানের স্বপ্ন ভেঙে
আসাদের গায়ের রক্তে ভেজা ছেড়া শার্টে করে
স্বাধীনতা তুমি এলে।
অবশেষে স্বাধীনতা তুমি এলে
সখিনা বেগমের বিধবা রঙের শাড়ির বিনিময়ে
লক্ষীদাসীর সিঁথির সিঁদুর মুছে দিয়ে
স্বাধীনতা তুমি এলে।