তখন প্রায় রাত তিনটে কুড়ি বাজে
কেন জানি ঘুম আসছিলনা চোখে
কি যেন একটা ব্যাথা হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিলো সেদিন,
কিছুতেই দু-চোখের পাতা এক করতে পারছিলাম না।
আসলে আমার একটা গল্প আছে
গল্পের নামটা কী জানো?
"একতরফা"
এই কয়েকটি বছরের জীবনে কতজনকেই আপন করেছি,
কিন্তু মজার বিষয় কি জানো?
আমি না আজো কারো আপন হতে পারিনি!
কেউ কি বলে দিবে আমায়
কিভাবে কারো আপন হতে হয়?
কিংবা
কত্তোটা ভালোবাসলে আপন হওয়া যায়
বলবে কেউ আমায়?
জানো...
আমি যাকেই খুব ভালোবাসি
তার কাছ থেকেই না বড্ড কষ্ট পাই,
অবহেলা পাই!
তবুও আমি ভালোবাসারই কাঙাল
তবুও আমি ভালোই বাসি!
কেননা এই পৃথিবীতে আমি যে বড্ড একাকী!!
আমি না বুঝে গেছি
আমি এই পৃথিবীর যোগ্য নই
তাই মাঝে মাঝে ইচ্ছে করে মৃত্যুটাকে খুব কাছে নিয়ে আসি।
কিন্তু আমি না এতটাও স্বার্থপর নই গো
নিজের স্বার্থটাকে বড় করে দেখার শিক্ষা আমি কখনো পাইনি
তাই আজো বেঁচে আছি।
ভাবছি
এখন থেকে সবকিছু থেকেই আমি বিরত থাকবো।
দেহটাকে বাঁচিয়ে রাখবো শুধু
মনের মৃত্যু যখন হয়েই গেছে!
দেখিয়ে দিব এই পৃথিবীকে যে
পৃথিবীতে একাও মানুষ বাঁচতে পারে।।