নন্দিনী আজো তোমার সেই সুকান্ত চেহারা
স্বপ্নের প্রতিমূর্তি হয়ে ভাসে আমার দর্শনে।
হৃদয়ের শর্বরী আকাশে তুমি ছিলে শশাঙ্ক
কোন সুদর্শন কাদম্বিনী পেয়ে গেছ হারিয়ে!
তুমি চলে গেছ তাই
আমার দুটি চোখ তোমাকে খুঁজে বেড়ায়
কত মহীধর,কত অরণ্যে-সরণ্যে।
কোথাও তুমি নেই,
তবুও উদাস দৃষ্টি থাকেনা থেমে
অপলক চেয়ে থাকে দূরের ঐ অসীম অন্তরিক্ষের দিকে।
কিন্তু কেন? বার বার ব্যার্থ হয় উদাস দৃষ্টি
কেন বার বার ফিরে আসে নিরাশার ছায়া নিয়ে!
নন্দিনী তুমি ভুলে গেছ কি?
সেই বিকেলে
কৃষ্ণচূড়ার নিচে এসে লুকোচুরি খেলা
হাতে-হাত,চোখে-চোখ রেখে ভালোবাসায় হারিয়ে যাওয়া।
হয়তো ভুলেই গেছ আজ আমায়
পেয়ে নতুন কোনো দিবসের আভাস
তবুও কেন এই হৃদয়ে তোমাকে পাবার
এত স্বপ্ন, এত অভিলাষ।