টাকা,
আজব আবিষ্কার
পকেট ভর্তি টাকায় মিলবে পুরস্কার
হইলে পকেট Empty জুটবে তিরস্কার।
ওই টাকা ,
যদি হয় তোর ছড়াছড়ি
ইচ্ছেরা তখন করে খুবই বাড়াবাড়ি।
এই কি তোর আজব গুন?
মেতে থাকিস আজব খেলায়
কখনো জীবনকে পাঠাস মেলায়
আবার কখনো রাঙ্গাস হেলায়।
টাকা এই কেমন রে তুই?
উড়তে থাকোস্ হয়ে প্রজাপতি
অসময়ে তোরে ধরতে নাহি পারি।
টাকা তোর কারণ ,
কেউ হয় রাজা
কেউ বা প্রজা
কেউ সাজে মহাজন
কেউ বা গুরুজন
কেউ হয় ভিখারি
কেউ দেখায় বাহাদুরি।
টাকা তোকে নিয়ে,
কেউ ভাসে ক্ষমতায়
কেউ বা দুর্বলতায়
কারো হয় মাথা নিচু
কারো হয় মাথা উঁচু
কেউ পায় সম্মান
কেউ বা অপমান।
টাকা ,
তুই বাড়াস ভালোবাসা
কখনো আবার মনের আশা।
টাকা,
মিলাও বন্ধু সুজন
নামি দামি প্রিয়জন।
টাকা,
করো মিথ্যার জয়
কখনো বা সত্যের ক্ষয়।
টাকা,
ছড়াও যশ-খ্যাতি
জন্ম দাও দুর্নীতি।
টাকা,
দাও অবৈধ ক্ষমতা
করে বিক্রি সততা।
হায়,সবাই টাকা চায়
দায়,টাকা ছাড়া দুনিয়ায় বেঁচে থাকা দায়।।