জীবনে অবসর না আসুক
যদি অবসরের একান্তই পড়ে প্রয়োজন
তবে কোথায় উধাও মোর প্রিয়জন।

ওহে,
  অবসর সময় যখনই জীবন জুড়াতে আসিবে
তোমারও সহিত সুন্দরতম আয়তলোচনা রমণী আনিবে।

যদি নাহি পারো আনিতে
তবে তুমি কেন আসিবে
উত্তর প্রদান করিবে
নাহি পারিলে
তুমি থাকো পালিয়ে।

অবসর সময়,

খেলবে না লুকোচুরি
কপালপোড়া জীবন ঘুড়ি।

নড়বড়ে জীবন সুতো
হৃদয় বেদন  বাড়ছে ক্রমাগত।

করিব কার তরে অপেক্ষা কতো?