কারো হৃদয় গহিনে রক্তনদী বয়
কেউ আবার নিকটস্থ হয়েও
থেকে যায় অনুভূতিহীন হৃদয়শূন্য।


কেউ নিদ্রাহীন রাতের প্রহরী
যেন কঙ্কালসার,
অথচ কেউ তা জেনেও স্বার্থপরতার সাথে
উদাসীন ও মমতাশূন্য।

কেউ যেন প্রতিনিয়ত
দিব্যি হাসছে, খেলছে, দৌড়াচ্ছে বা আনন্দে মত্ত
অথচ কেউ করুণভাবে হৃদয়ে হাহাকার
নিয়ে হচ্ছে বিচ্ছিন্ন।