আমি পাই, পাই নাকো মানবতার গন্ধ
আমি পাই, পাই শুধু বিত্তশালীর ছন্দ।
আমি বুঝি, বুঝি তবো মধ্যবিত্তের লুকানো হাসি
প্রতিনিয়ত হচ্ছে, হচ্ছে যেন তাদের আত্মার ফাঁসি।
সবাই শুনে,শুনে নাকো মানবতার ক্রন্দন।
সবাই দেখে, দেখে তবে লোকদেখানো মানবিকচিত্রাংকন।
মন কাঁধে, কাঁধে কভু মানবতার ক্রন্দে?
সবাই থাকে,থাকে সবার আত্মার দ্বন্দ্বে।