বিজয়ের ৫২ ফেরোলেও
আজও কি স্বাধীন জাতি?

খেতে পায় না কুলি মজুর, পায়না তো ভালো মজুরি
চারিদিকে যেন নিরব চিৎকার আর আহাজারি।

ন্যায়ের কথা বললে
জেল জুলুম মিলবে
গুম খুন ও ভাগ্যে পারে জুটতে।

পুঁজিবাদীর শহর
বাকিদের বুকে মোহর।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
মুদ্রার মান নিম্নগতি।

উন্নয়নের ধোঁকায়
দেশ খাচ্ছে পোকায়।

অর্থনীতির দূর অবস্থা
নড়বড়ে সরকার ব্যবস্থা
খুঁজে না পাই যেন কোন আস্থা।

বিদেশি ঋণের বোঝা
চলছে যেন দেশ বিক্রির মহড়া।

নৈতিক নেতৃত্বের অভাব
জনসম্পদ লুণ্ঠনই যেন নেতৃত্বের স্বভাব।

✒️১২.১৬.২৩