সেই দিন বৃহস্পতিবার

ওরা চোখ রাঙিয়ে,

গুলি মেরেছিলো
টিয়ার শেল নিক্ষেপে মেতেছিলো
লাঠিচার্জে আঘাত করেছিলো
আমার ভাইয়েদের রক্ত ঝরিয়েছিলো।

ওরা সেই হায়েনা,

যেন, ৭১ এর হানাদার বাহিনী
৫২ এর পুনরাবৃত্তিকারী
নৈরাজ্য ও বৈষম্যের পাহারাদানকারী।

যখন,
বজ্র কন্ঠ ধ্বনিত হলো
প্রতিরোধী অগ্নিশিখা প্রজ্জ্বলিত হলো
ঝরানো রক্তকণার প্রতিশোধে মেতেছিলো
ঘুষখোর ধ্বনিত হলো
অগ্নি ঝরা শব্দে কন্ঠস্বর উদিত হলো
ভুয়া-ধিক্কার শব্দাবলি ধ্বনিত হলো
গুলির জন্য সহসী বাঘ বুক পেতেছিলো

তখন,
হায়েনারা পিছু হটেছিলো
থরথর কেঁপেছিলো
রাজপথ প্রকম্পিত হলো
ভূমিতে কম্পন উঠিলো
বায়ুতে গর্জন ভেসেছিলো
নয় শুধু হায়েনা, ব্যর্থ প্রশাসন, নির্লজ্জতা,বেহায়াপনা, বৈষম্য তীব্র ভয়ে কাঁপিতেছিলো।

ওরা যোদ্ধা, কুবিয়ান,রাজপথের লড়াকু প্রতিবাদী চরিত্র, ভাইয়ের রক্ত বদলা নেয়া ভাই-বোন,ওরা তারুণ্য, ওরা বৈষম্য হত্যাকারী বীরত্ব গাঁথা বীর।