আজ আর পায়ের চিহ্ন রাখিনি কোথাও,
তাই ধুলোতেই মুছে যাবে আমার নাম;
আর শূন্যের হাতে রেখেছি
বাতাসে ছড়ানো চুলগুলো,
যেন শীতল স্পর্শ বুকে পোষে
ঝরে যাবো শুকনো ফুলের মতো।
আজ ঘড়ির কাঁটা ভেঙে পড়েছে বারান্দায় সীমান্তে,
আর তীব্র চিৎকারের সাথে ঘুমিয়ে গেছে সব রাত;
তাই চোখের পাতায় জ্বলে ওঠা চাঁদ আর নেই,
কেবল হাওয়া ভরে নিয়েছে কাঁপন,
যেন তোমার দৃষ্টির আড়ালে মেঘ হয়ে উড়ে যাবো।
তবুও আকাশের নীচে আজ আমি
মাটির সাথে মিশেছি—
ভুলের মতো করে আনমনে দাঁড়িয়ে আছি,
যেন হৃদয়ের জানালা বন্ধ হলেও দেখবে,
আমার অবাধ্য বেঁচে থাকার ঘ্রাণ
মিশে আছে তোমার নিঃশ্বাসের ভেতরেই।