জানলার ওপাশে এক অদ্ভুত ঘোর খুঁটে খুঁটে
সে গিলে নেয় মস্তিষ্কের নিউরনগুলো,
স্মৃতি-আশ্রিত কক্ষে— কী নিখুঁত তার ভোজন!

এমন ভাবে, যেন সবকিছুই রূপান্তরিত অথবা শুধুই ধ্বংস হয়।
আমাদের অস্তিত্বকে সে গেঁথে রাখে দূরবর্তী কোনো নক্ষত্রের খোলসে।

শেষমেশ ফেলে দেয় মাটি থেকে মিলিয়ে পড়ন্ত অন্ধকারের ভেতর।